তুলসী পাতা

শেয়ার করুন         তুলসী পাতার অনেক ঔষধি গূণ জানতাম। কিন্তু  দেখা যায় গীতি কবিরা তাদের কল্পনা জগতে তুলসীর মুলে কেউবা তুলসী পাতায় অবার কেউবা তুলসীবনে তাদের প্রিতমাকে তুলনা করেছেন। আজকের এই তুলসী পাতার সাধক শাহ সোহেল। অনেকে তাকে হাছন রাজা, রাধারমন, শাহ আব্দুল করিম ও শীতালং শাহ ধাচের গীতি কবি বল্লেও কেউ কেউ তাকে বিশ্বনাথের বিশ্বকবি হিসেবে দেখেন। তার গানে গেয়ো কাদামাটির গন্ধ পাওয়া যায়, সুরমা কুশিয়ারার কলতান শোনা যায়। ইট পাথুরে ঢাকা কঠিন শহরে প্রেমের ফুল ফুটে। প্রেমিক এই কবির গানে আরো পাওয়া যায় নবী প্রেম ও বিধাতার শান। আজ কবির … Continue reading তুলসী পাতা